বেদ সুস্থ আত্মা এবং সুস্থ দেহ তথা জন্ম , মৃত্যু , জরা , ব্যধি থেকে মুক্ত হওয়ারই কথা বলে, ঈশ্বর দর্শন নয়, অথচ মূর্খের দর্শন ভাববাদ নিজের বানানো গোবিন্দের চরণ চায়, মূর্খতা আর কাকে বলে? ভক্তরাই ভূয়া স্বর্গ খুঁজে, আত্মতত্ত্ব জ্ঞানী বা যোগীরা না, এ জন্য বেশীর ভাগ কৃষ্ণ ভক্তরাই মূর্খ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন