বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ধর্ম....

ধর্ম হচ্ছে ব্যবহারিক, ইন্দ্রিয়ের কর্মের সংগেই ধর্ম জড়িত, ধর্ম -মূর্তি, তুলসী পাতায় নাই! মস্তিষ্কের ক্রিয়া( যাকে মন বলি) তা দ্বারা ইন্দ্রিয়ের সঠিক ব্যবহারেই ধর্ম, যেমন হাত দ্বারা জগতের কল্যাণের জন্য কাজ কর, মস্তিষ্ক দ্বারা বিজ্ঞানমুখী চিন্তা কর, পা দ্বারা সঠিক লক্ষ্যে পৌঁছে যাও, মুখ দ্বারা ন্যায়সংগত কথা বলো, দাঁতকে সঠিক ব্যবহার কর, পাকস্থলীতে নোংরা খাবার প্রয়োগ করে পাকস্থলীকে নষ্ট কর না, প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ কর না, এই তো ধর্ম! ভাতের হাঁড়িতে ধর্ম খুঁজে লাভ নাই, ঈশ্বর ঈশ্বর করে ধর্ম খুঁজে লাভ নাই, ঈশ্বর আছেন বস্ততে আর ধর্ম হচ্ছে বস্তুর ব্যবহারিক প্রয়োগ! @ আমার বিশ্বাস#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন