মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

কোরবানী

কোরান মতে কোরবান কিংবা কোরবানীর তাৎপর্য
কোরবানির নামেপশুজবাই কি কুরআন নির্দেশিত?বিষয় থেকে বিষ,ভোগ থেকে ভোগান্তি আর ত্যাগ থেকে শান্তি।ত্যাগ ব্যতীত শান্তি লাভের আর কোন পথ নেই।পৃথিবীর সকল ধর্মের সকল সাধক যুগে যুগে ত্যাগ বা কোরবানির বাণী প্রচার করেছেন।কোন কালে কোন সাধকই কোরবানি ব্যতীত আল্লাহর নৈকট্য লাভের দ্বিতীয় কোন পন্থা প্রদর্শন করেননি।পৃথিবীতে এমনকোন ধর্মও নেই যে ধর্ম পকারবানির আদেশদেয়নি।বেদ,গীতা,বাইবেল কোরবানির নির্দেশনায় পূর্ণ।শান্তির ধর্ম ইসলামেরও মূল বিষয় - কোরবানি।আরবি‘কোরবান’শব্দের উর্দু সংস্করণ‘কোরবানি’।‘কোরবান’শব্দের আভিধানিক অর্থ ত্যাগ,উৎসর্গ।কোরবান শব্দটি মূল শব্দ‘ক্কুরব’থেকে উদ্ভুত।‘ক্কুরব’অর্থ সন্তুষ্টি,নৈকট্য ও সান্নিধ্য।এভাবে,কোরবান শব্দের অর্থ দাঁড়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন